রবি সিমে মিনিট চেক করার কোড (Robi Minute Check Code) এবং সহজ উপায়। রবিতে মিনিট চেক করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের জানানোই আমাদের এই পোষ্টের উদ্দেশ্য।এই পোস্ট এ আপনাকে রবিতে মিনিট চেক করার কোড, অ্যাপ পদ্ধতি এবং কাস্টমার কেয়ার এর নাম্বার সহ বর্ণনা করা হবে।

Robi Minute Check Code
Robi minute check code is *222*2#, If You are robi minutes user, you can check your real time remaining minutes by dialing *222*22#. This is a official code which confirms By Robi official website. You can use this code as much you want without any Tax, This is totally free for robi user.
রবি মিনিট চেক করে কিভাবে ?
রবিতে মিনিট জানার জন্য আপনি রবি মিনিট চেক করার জন্য দেওয়া কোড ব্যাবহার করতে পারেন। রবিতে মিনিট চেক করার কোড *222*2#। রবিতে মিনিট চেক করার জন্য আপনাকে যা যা করতে হবে
- প্রথমে আপনার ডায়াল প্যাড এ যান
- ডায়াল করুন *222*2#
- কল করুন
মিনিট চেক করার কারণ
মুলত মিনিট চেক করা হয় অবশিষ্ট মিনিট কতটুক আছে তা দেখার জন্য। অনেক সময় আমাদের মিনিট শেষ হয়ে যায় কথা বলতে বলতে, এর ফলে আমাদের সিম থেকে টাকা কেটে নেওয়া হয়, যা মিনিট এর চাইতে অনেক খরজ বেশি।
আমাদের যদি অবশিষ্ট মিনিট সম্পর্কে ধারনা থাকে তাহলে আমরা সচেতন থাকতে পারবো আবার পরিকল্পনা করার মাধ্যমে অন্য সময় কিংবা অন্য কাজে ব্যাবহার করার জন্যও রেখে দিতে পারি।
Robi Mb Check করতে ক্লিক করুন।
Robi Minute Check By My Robi App
আপনি যদি স্মার্ট ফোন ব্যাবহার করে থগাকেন তাহলে আপনি My Robi App ব্যাবহার করতে পারেন।
এটি কোড এর চাইতে অনেক সহজ। My Robi App অ্যাপ ডাউনলোড এবং লগইন করার ধাপ
- প্লে স্টোরে গিয়ে সার্চ করুন My Robi App
- ডাউনলোড করুন
- অ্যাপ খুলুন এবং আপনার নাম্বার দিন
- আপনার সিম এ আশা OTP দিয়ে log In করুন
সুবিধা
এইখানে আপনি আপনার মিনিট দেখার পাশা পাসি আপনি আপনার সিম এ অবশিষ্ট টাকা এসএমএস কিংবা এমবি ও দেখতে পারবেন।
অসুবিধা
অ্যাপ ব্যাবহার করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে।
কাস্টমার কেয়ারে কল ও এসএমএস এর মাধ্যমে মিনিট চেকের উপায়।
উপরের পদ্ধতি ছাড়াও আপনি চাইলে কাস্টমার কেয়ারে কল কিংবা এসএমএস এর মাধ্যমে মিনিট চেক করতে পারেন।
কাস্টমার কেয়ার
আপনি কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে ও আপনার মিনিট জানতে পারবেন।
কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে মিনিট চেক করার ধাপগুলো হলোঃ
- আপনার ডায়াল প্যাড এ যান
- কল করুন ১২১ নাম্বার এ
- আপনাকে কতগুল অপশন দেওয়া হবে
- সেখান থেকে মিনিট অপশন সিলেক্ট করুন
এসএমএস এর মাধ্যমে মিনিট জানার উপায় উপলব্ধ আছে কি না তা আপনি কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে ধারনা পেতে পারেন।
রবিতে মিনিট চেক করার সহজ উপায়
উপরের আলোচনা করা উপায় গুলো হল কোড ব্যাবহার করে মিনিট জানা, অ্যাপ ব্যাবহার এবং এসএমএস কিংবা কাস্টমার কেয়ারে কল করে মিনিট জানা।
আপনি যদি সহজেই মিনিট জানতে চান তাহলে আপনি কোড ব্যাবহার করতে পারেন, এটি ব্যাবহার করতে কোন টাকা লাগে না আবার আপনি যত বার ইচ্ছা ব্যাবহার করতে পারবেন।
আপনি স্মার্ট ফোন ব্যাবহারকারী কিংবা আপনার মোবাইল এ ইন্টারনেট থাকলে আপনার জন্য সহজ মাধ্যম হবে অ্যাপ ব্যাবহার করা।
রবি মিনিট অফার
প্রতিটি রবি সিমের জন্য কোম্পানি কিছু অফার এসএমএস এর মাধ্যমে দিয়ে থাকে, আপনি যদি সেই এসএমএস ডিলিট করেন কিংবা আপনার পসন্দ না হয়ে তাহলে রবিতে মিনিট অফার দেখার জন্য *0# অথবা স্পেশাল মিনিট অফার দেখার জন্য ডায়াল করুন *123*122#।
ডায়াল করার সাথে সাথে আপনাকে আপনার মিনিট অফার এর লিস্ট দেওয়া থাকবে, আপনি চাইলে আপনার পসন্দ মত অফার নিতে পারবেন।
আপনি চাইলে রবি অ্যাপ এ আপনার পসন্দ মত অফার কিনতে পারবেন। যা অনেক সহজ কোড ব্যাবহার এর তুলনায়।
রবি সিমের প্রয়োজনীয় কোডসমুহ
উপরের আলোচনার ভিক্তিতে রবি সিমের মিনিট সংক্রন্ত সকল কোড দেওয়া হলো
Service Name | Service Code |
মিনিট চেক | *222*2# |
কাস্টমার কেয়ার | 121 |
রবি মিনিট অফার চেক | *123*122# |
Terms & Conditions
- আপনাকে রবি সিম ব্যাবহারকারী হতে হবে
- কোড ডায়াল করার সময় রবি সিম সিলেক্ট করতে হবে
- নেটওয়ার্ক চেক করে নিতে হবে
শেষ কথা
আপনাদের মধ্যে যারা রবি মিনি চেক কোড কিংবা মিনিট চেক করার উপায় খুঁজছেন, আপনাদের জন্য আমাদের এই পোস্ট। আশা করি আপনাদের এই পোস্ট কাজে এসেছে।
আমাদের পোস্ট এ কোন ভুল থাকলে অবশ্যই আমাদের জানাবেন এবং পোস্ট ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন ।
FAQ
রবিতে মিনিট জানতে আপনার ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *222*2#
অনেক সময় নেটওয়ার্ক এর সমস্যার জন্য কোড কাজ করে না, আপনি অন্য জায়গায় গিয়ে আবার ডায়াল করুন।
অনেক ক্ষেত্রে এমবি ছাড়াও My Robi App কাজ করে, আবার অনেক সময় কাজ করে না,
অনেক সময় My Robi App ফ্রী ব্যাবহার করা যায়, কিছু ক্ষেত্রে টাকা কেটে নেয়।
Pingback: Robi Mb Check Code - রবি এমবি চেক কোড ২০২৫ - Sim Code Check