Robi Mb Check Code – রবি এমবি চেক কোড ২০২৫

আপনি যদি রবি সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য প্রয়োজন কিভাবে রবি সিমে এমবি চেক করা হয় বা এমবি চেক করার কোড কি? আপনাদের জন্য আজকের এই পোস্ট । রবিতে মিনিট দেখতে ক্লিক করুন, Robi Minute Check

এই পোস্ট এ আপনাদের জন্য Robi MB Check Code সহ আরও কয়েকটি প্রয়োজনীয় কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Robi MB Check Code

রবিতে এমবি দেখার জন্য আপনার ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল *8444*88# অথবা ফ্রীতে কল করুন 8444 নাম্বারে।

এর পর আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে সেখানে আপনার বর্তমান এমবি, তার মেয়াদ জানিয়ে দেওয়া হবে.

কোডের সুবিধা

  • যতবার খুশী ব্যবহার করতে পারবেন
  • কোনো টাকার প্রয়োজন নেই
  • ইন্টারনেট এর দরকার নেই

শর্তাবলী

  • রবি সিম ব্যবহারকারী হতে হবে,
  • কোড ডায়াল করার সময় রবি সিম সিলেক্ট করতে হব

Robi Mb Check Code and Other Important Ussd Codes

একজন রবি সিম ব্যাবহারকারীর কিভাবে রবিতে এমবি চেক করে তার পাশাপাশি মিনিট, নাম্বার কিংবা সিমে কত টাকা আছে সেটার জানার দরকার। নিচে কোডগুলো দেওয়া হল।

Robi Mb Check *8444*88#
Robi Balance check *222#
Robi Minutes check *222*3#
Robi Number check *140*2*4#

শর্তাবলী

  • রবি সিম ব্যবহারকারী হতে হবে,
  • কোড ডায়াল করার সময় রবি সিম সিলেক্ট করতে হবে।

Robi MB Check By My Robi App

যদি আপনি স্মার্টফোন ব্যাবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপ ব্যাবহার করে এমবি চেক করতে পারেন, এটি কোড ব্যাবহার করার চেয়ে

  • Play Store থেকে My Robi App ডাউনলোড করতে হবে
  • নিজের নাম্বার দিয়ে Continue তে ক্লিক করতে হবে,
  • মোবাইল এ আশা OTP দিয়ে Log In করতে হবে।

Robi Mb Offer Check Code

রবিতে এমবি কিনার জন্য ডায়াল প্যাড থেকে *4# ডায়াল করে আপনি আপনার পসন্দ মত এমবি কিনতে পারবেন। ডায়াল করার সাহে সাথে আপনার সিমের সকল মিনিট অফারের লিস্ট আপনার সামনে চলে আসবে, আপনি আপনার পসন্দের বা আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট কিনতে পারবেন।

Robi Mb Offer Check*4#
Robi Internet Balance check*8444*88#

রবি এমবি চেক কোড কি?

মোবাইলে এমবি দেখার জন্য My Robi App ব্যাবহার করে এমবি দেখা যায়। কিন্তু অনেক সময় মোবাইলে এমবি বা ওয়াইফাই কানেকশন না থাকলে আমাদের সিম থেকে টাকা কেটে নেয়।

এইজন্য কোড ডায়াল করে এমবি দেখা হয়। রবিতে এমবি দেখার জন্য আপনার ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *8444*88# ।

কেন এমবি চেক করবেন ?

খরচ নিয়ন্ত্রণঃ অনেক সময় ইন্টারনেট ব্যাবহার করতে করতে আমাদের এমবি শেষ হয়ে যায়, এমবি শেষ হওয়ার সাথে সাথে আমাদের সিম থেকে টাকা কেটে নেওয়া হয় যা এমবি এর তুলনায় অনেক বেয়বহুল। তাই অপচয় রোধ কিংবা নিজের টাকা বাঁচানোর জন্য অবশ্যই এমবি চেক করতে হবে।

পরিকল্পনা করে ব্যবহারের সুযোগ তৈরি করাঃ এমবি জানা থাকলে আপনি সেই এমবি আপনার অন্য কোন প্রয়জনের কাজে কিংবা অন্য সময়ে ব্যাবহারের জন্য রেখে দিতে পারবেন।

Terms & Conditions

  • এই কোড সার্বজনীন যা সবার জন্য প্রযোজ্য
  • এমবি জানতে ডায়াল করুন *3#
  • After expiration (Volume or Validity) of every internet pack maximum PPU (Pay Per Use) charge will be 5 Taka+VAT, SD & SC
  • Auto-renewal is applicable for the pack only when activated through the USSD channel.

শেষ কথা

রবি সিমে এমবি দেখার ধারনা নিয়ে লেখা আমাদের এই পোস্ট আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি জানার ইচ্ছা বা কোন সমস্যা থাকে কিংবা আমাদের পোস্ট এ কোন ভুল থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন

বিঃদ্রঃ আমাদের এই পোস্ট বিশ্বস্ত মাধ্যম থেকে সংগ্রহ করা। যা সময়ের সাথে কিংবা সিম কোম্পানির উপর নির্ভর করে হালনাগাদ হতে পারে।

FAQ

রবি সিমে এমবি চেক কিভাবে করে?

রবিতে এমবি দেখার জন্য ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *8444*88#

রবিতে কিভাবে এমবি কিনে?

এমবি কিনার জন্য ডায়াল করুন *4#, এবং আপনার পসন্দ মত এমবি কিনুন।

Connection problem or invalid MMI code দেখায় কেন?

আপনার কোড তুলতে ভুল কিংবা নেটওয়ার্ক এর সমস্যার জন্য Connection problem or invalid MMI code দেখায়।

1 thought on “Robi Mb Check Code – রবি এমবি চেক কোড ২০২৫”

  1. Pingback: Robi Minute Check Code-রবি মিনিট চেক কোড ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top