বাংলালিংক মিনিট চেক করার কোড। Banglalink Minute Check Code

আজকের পোষ্টের উদ্দেশ্য বাংলালিংক মিনিট চেক করার কোড (Banglalink Minute Check code ) । বাংলালিংক বাংলাদেশের অন্যতম বড় টেলিকম সিম কোম্পানি।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলালিংক সিম ব্যাবহার করে থাকি। একজন বাংলালিংক সিম ব্যাবহারকারী হিসাবে আমাদের জানা উচিত কিভাবে বাংলালিংক এ মিনিট চেক করা হয়। এই পোস্ট এ আপনাদের সকল উপায় বলে দেওয়া হবে যার মাধ্যমে আপনি মিনিট চেক করতে পারবেন।

Banglalink Minute Check Code

বাংলালিংক সিম কোম্পানি তাদের গ্রাহকদের মিনিট চেক করার জন্য নির্দিষ্ট কোড দিয়ে রেখেছে। বাংলালিংকে মিনিট চেক করার কোড হলো *121*1#

বাংলালিংকে মিনিট চেক করার জন্য আপনার ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *121*1#

Banglalink Minute Check Code

কোড ডায়াল করার অল্প সময়ের মধ্যে আপনার স্ক্রিনে আপনার সিমে থাকা অবশিষ্ট মিনিট জানিয়ে দেওয়া হবে।

বাংলালিংক মিনিট চেক করার কোড


বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ কোড
সমূহ

মিনিট চেক করার কোড জানার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অনেক কোড আছে যা আমাদের জানা দরকারি। বাংলালিংকের কিছু গুরুত্বপূর্ণ কোড যা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে।

কোডের কাজ কোড
Banglalink Mb Check *5000*500#
Banglalink Minute Check Code*121*1#
Banglalink Number Check*511#
Banglalink Balance Check *124#
Banglalink Customar Care 121

Banglalink Minute Check Alternative Method

যদি বাংলালিংক মিনিট চেক করার কোড (Banglalink Minute Check code ) আপনার মনে রাখা কষ্টসাধ্য হয়ে থাকে তাহলে আপনার জন্য বিকল্প উপায় MY BL App। এটি বাংলালিংক সিম কোম্পানির নিজস্ব অ্যাপ কা বাংলালিংক সিম ব্যাবহারকারীদের জন্য সম্পূর্ণ ফ্রী।

এজন্য আপনাকে প্লে স্টোর কিংবা দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন।

আপনার নাম্বার এবং সিমে আশা OTP দিয়ে লগ ইন করুন। লগইন করার পর আপনার সামনের স্ক্রিনে আপনার বাংলালিংক এমবি, মিনিট, এসএমএস সকল কিছুর পরিমান উল্লেখ করা থাকবে।

Banglalink Mb Check Code

আপনি যদি বাংলালিংক সিমে এমবি কিনে ব্যাবহার করেন তাহলে এই কোড আপনার জন্য। সিমে এমবি কিনে ব্যাবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের সিমে অবশিষ্ট এমবি সম্পর্কে ধারনা রাখতে হবে। কেননা এমবি শেষ হওয়ার পর যদি আমাদের ডাটা অন থাকে তাহলে আমাদের মোবাইল থেকে টাকা কেটে নেওয়া শুরু হয়ে যায়।

এর ফলে যে টাকা কেটে নেয়, তা এমবি কিনার চেয়ে বেশি, ফলে আমদের অনেক ক্ষতি হয়ে থাকে।

Banglalink Mb Check Code

বাংলালিংকে এমবি চেক করার কোড *৫০০০*৫০০#। এই কোড ডায়াল করলে আপনাকে আপনার অবশিষ্ট এমবি জানিয়ে দেওয়া হবে।

Banglalink Number Check Code

অন্যান্য সকল কোডের তুলনায় Banglalink Number Check Code অনেক গুরুত্বপূর্ণ।

কেননা কাউকে নিজের নাম্বার দেওয়ার জন্য কিংবা নিজের সিমে টাকা রিচার্জ করার জন্য সর্ব প্রথম আমাদের নিজের সিমের নাম্বার জানতে হবে।

Banglalink Number Check Code

নিজের নাম্বার না জানা ছাড়া আমরা আমদের নাম্বার কাউকে দিতে কিংবা রিচার্জ করতে পারবো না।

বাংলালিংক এ নাম্বার চেক করার কোড হলো *511#। নিজের নাম্বার জানতে ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *511#।

Banglalink Balance Check Code

সিমে কত টাকা আছে তা সম্পর্কে আমাদের সকলের অবগত থাকা প্রয়োজন। একজন বাংলালিংক সিম ইউজার হিসাবে আপানর যে সকল কোড জানা জরুরী তার মধ্যে বাংলালিংকে ব্যালেন্স চেক করার কোড অন্যতম। বাংলালিংকে ব্যালেন্স চেক করার কোড*124#।

Banglalink Balance Check Code

বাংলালিংকে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *124#।

Banglalink Customar Care

আমাদের প্রতিনিত সিম নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দেয়, যা সম্পর্কে আমাদের কোনো ধারনা থাকে না। আপনি আপনার সিমে যেকোনো সমস্যা সমাধানের জন্য কাস্টমার কেয়ার এ কল করার মাধ্যমে পেয়ে যাবেন। কাস্টমার কেয়ারের নাম্বার 121।

Banglalink Customar Care

শেষ কথা

আশা করি আমাদের এই পোস্ট আপনাদের কাজে এসেছে। আমাদের পোস্ট সম্পর্কে কিছু বলার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ওয়েবসাইট এ আশার জন্য ধন্যবাদ।

FAQ

বাংলালিংকে মিনিট চেক করার কোড কি?

*121*1#

বাংলালিংকে এমবি চেক করার কোড কি?

*5000*500#

বাংলালিংকে কাস্টমার কেয়ারের নাম্বার কি?

কাস্টমার কেয়ারের নাম্বার 121

Related Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top