বাংলালিংক এমবি চেক করার নিয়ম | Banglalink MB Check Code

Banglalink Mb Check Code যা একজন বাংলালিংক সিম ব্যাবহারকারী হিসাবে জানা আবশ্যক। আমাদের মধ্যে অনেকেই বাংলালিংক সিম ব্যাবহার করি, কিন্তু অনেক কম সংখ্যক মানুষ আছে যে জানে কিভাবে বাংলালিংক এমবি চেক করার কোড কি বা কিভাবে বাংলালিংক এ এমবি চেক করে। আজকে আমাদের এই পোস্ট এ বাংলালিংক এ এমবি চেক করার সকল পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে।

How To Check Banglalink Internet Balance?

There is my ways to check Banglalink Internet Balance. You can check your internet balance by ussd code and My BL App, Balglalink Internet Balance Check code is *5000*500#.

Banglalink Mb Check Code

বাংলালিংক এমবি চেক করার কোড *5000*500#। বাংলালিংকে এমবি চেক করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *5000*500#।

সুবিধা

  • এটি সর্বজনীন অর্থাৎ সবার জন্য।
  • কোনো চার্জ নেই অর্থাৎ সম্পূর্ণ ফ্রী।
  • আপনি যত খুশী বার ডায়াল করতে পারবেন।

Banglalink Mb Check Alternative Methods

কোড ছাড়াও বাংলালিংকে এমবি চেক করার বিকল্প অনেক উপায় আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো উপায় অবলম্বন করতে পারেন।

Banglalink Mb Check By My BL App

আপনি যদি স্মার্ট ফোন ব্যাবহার করেন তাহলে আপনি অ্যাপ ব্যাবহার করে এমবি দেখতে পারেন।

  • প্লে স্টোর থেকে My BL App ডাউনলোড করুন
  • নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করুন

লগইন করার পর আপনি আপনার ডিসপ্লে এর মধ্যে আপনার এমবি সহ মিনিট, নাম্বার, এসএমএস দেখতে পারবেন।

How To Check Own Robi Number?

বাংলালিংকে এমবি চেক করা সহ গুরুত্বপূর্ণ কিছু কোড

কোডের কাজ কোড
Banglalink Mb Check *5000*500#
Banglalink Minute Check Code*121*1#
Banglalink Number Check*511#
Banglalink Balance Check *124#
Banglalink Customar Care 121

Banglalink Minute Check Code

বাংলালিংকে মিনিট চেক করার কোড হলো *121*1#। বাংলালিংকে মিনিট চেক করার জন্য আপনার ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *121*1# ।

Banglalink Minute Check Code

Banglalink Number Check Code

অন্যান্য সকল কোডের তুলনায় Banglalink Number Check Code অনেক গুরুত্বপূর্ণ। কেননা কাউকে নিজের নাম্বার দেওয়ার জন্য কিংবা নিজের সিমে টাকা রিচার্জ করার জন্য সর্ব প্রথম আমাদের নিজের সিমের নাম্বার জানতে হবে।

Banglalink Number Check Code

নিজের নাম্বার না জানা ছাড়া আমরা আমদের নাম্বার কাউকে দিতে কিংবা রিচার্জ করতে পারবো না। বাংলালিংক এ নাম্বার চেক করার কোড হলো *511#। নিজের নাম্বার জানতে ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *511#।

Banglalink Balance Check Code

সিমে কত টাকা আছে তা সম্পর্কে আমাদের সকলের অবগত থাকা প্রয়োজন। একজন বাংলালিংক সিম ইউজার হিসাবে আপানর যে সকল কোড জানা জরুরী তার মধ্যে বাংলালিংকে ব্যালেন্স চেক করার কোড অন্যতম। বাংলালিংকে ব্যালেন্স চেক করার কোড*124#।

Banglalink Balance Check Code

বাংলালিংকে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *124#।

Banglalink Customar Care

আমাদের প্রতিনিত সিম নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দেয়, যা সম্পর্কে আমাদের কোনো ধারনা থাকে না। আপনি আপনার সিমে যেকোনো সমস্যা সমাধানের জন্য কাস্টমার কেয়ার এ কল করার মাধ্যমে পেয়ে যাবেন। কাস্টমার কেয়ারের নাম্বার 121।

Banglalink Customar Care

এমবি চেক কেন করে?

এমবি নির্দিষ্ট পরিমান এবং নির্দিষ্ট মেয়াদ এর হয়ে থাকে। এমবি শেষ বা এমবি এর সময় শেষ হওয়ার পর আমরা যদি আমাদের ডাটা অন রাখি তাহলে আমাদের সিম থেকে টাকা কেটে নেয় সিম কোম্পানি। এই অপচয় থেকে বাচার জন্য এমবি চেক করা জরুরী। এছাড়া আমাদের এমবি এর পরিমান জানা থাকলে আমারা সেটার সঠিক ব্যাবহার ও করতে পারি।

শেষ কথা

আমাদের এই পোস্টটি তাদের জন্য যারা বাংলালিংক সিম ব্যাবহার করে কিন্তু কিভাবে এমবি চেক করে তা জানে না। আশা করি আমাদের এই পোস্ট আপনাদের কাজে লাগবে। আমাদের পোস্ট কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করতে ক্লিক করুন

FAQ

Banglalink Mb Check Code

*5000*500#

My Bl App কোথায় পাবো?

প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

Latest Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top